Skip to main content

HTML কি?

HTML হচ্ছে ওয়েবপেইজ তৈরির জন্য একটি ষ্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। HTML এর পূর্ণরুপ হচ্ছে Hyper Text Markup Language । তবে এটি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটাকে বলা হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML ব্যবহার করে মূলত একটি ওয়েবপেইজের বেসিক কাঠামে তৈরি করা হয়। ওয়েবপেইজে HTML এর ট্যাগগুলো ব্রাউজারকে বলে দেয় কিভাবে তথ্য দেখাতে হবে। HTML এর ফাইল এক্সটেনশন হচ্ছে .htm ও .html ।

একজন ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার হতে গেলে সর্বপ্রথম HTML ভালোভাবে শিখতে হবে।

HTML এর ইতিহাস

টিম বার্নাস লি ১৯৮৯ সালে World Wide Web (WWW) আবিষ্কার করেন। World Wide Web ইন্টারনেটের মাধ্যমে তথ্য দেখানোর জন্য তিনি ১৯৯১ সালে HTML ল্যাঙ্গুয়েজ তৈরি করেন। তবে HTML এর স্ট্যান্ডার্ড ভার্সন HTML 2.0 তৈরি করেন ১৯৯৫ সালে। HTML এর বহুল ব্যবহৃত ও জনপ্রিয় ভার্সন HTML 4.01 পাবলিস করা হয় ১৯৯৯ সালের শেষের দিকে । পরবর্তিতে বহুল ব্যবহৃত HTML 4.01 ভার্সনের মধ্যে আরো কিছু ফিচার যুক্ত করে ২০১২ সালে HTML 5 পাবলিশ করা হয়। HTML 5 আমরা এখন পযন্ত ব্যবহার করছি।

একটি সাধারণ HTML ডকুমেন্ট

<!DOCTYPE html>
<html>
<head>
<title>Page Title</title>
</head>
<body>

<h1>My First Heading</h1>
<p>My first paragraph.</p>

</body>
</html>

উপরের HTML ডকুমেন্টটির বিস্তারিত

  • <!DOCTYPE html> দিয়ে বুঝায় এটা একটি HTML5 ডকুমেন্ট
  • <html> হচ্ছে একটা ওয়েবপেইজের প্রাথমিক ট্যাগ । এই ট্যাগটি শেষে </html> দিয়ে বন্ধ করতে হয়।
  • <head> </head> ট্যাগের ভিতর একটি HTML ওয়েবপেইজের মেটা তথ্যগুলো থাকে। যেমন: ঐ ওয়েব পেইজের Title, Description ইত্যাদি।
  • <title> ট্যাগের মাধ্যমে একটি ওয়েবপেইজের টাইটেল দেখানো হয়। (ওয়েবপেইজেটি ব্রাউজারে ওপেন করলে ব্রাউজারের টাইটেল বারে <title> </title>মধ্যে থাকা টাইটেলটি দেখায়)
  • <body> </body> ট্যাগ হচ্ছে একটি ওয়েবপেইজের প্রধান অংশ । একটি ওয়েবপেইজে যা দেখতে পান তাই <body>ট্যাগের ভিতর থাকে। <body> ট্যাগের ভিতর সাধারণত <h>,<p>,<img>,<a>,<table>,<li> ইত্যাদি ট্যাগ থাকে যেগুলো ব্যবহার করে বিভিন্ন তথ্য যুক্ত করে একটি পূর্ণাঙ্গ HTML ওয়েবপেইজ তৈরি করা হয়।
  • <h1> </h1> ট্যাগের মাধ্যমে Heading লিখা হয়। এছাড়া <h2>,<h3>, <h4>, <h5>, <h6> পযন্ত Heading ট্যাগ আছে।
  • <p></p> ট্যাগের ভিতর Paragraph বা অনুচ্ছেদ লিখা হয়।

Moin Uddin

আমি মঈন উদ্দীন । একজন ফুল স্টেক ওয়েব ডেভেলপার ও SoftwareX IT এর প্রতিষ্ঠাতা

Leave a Reply

× How can I help you?