কেন ফেসবুক মার্কেটিং করবেন?
মনে করুন আপনার ফেসবুকে পেইজ আছে রেগুলার প্রোডাক্টের ছবি পোষ্ট করেছেন কিন্তু কোন বিক্রি বা কাষ্টমার নেই । কারণ কাষ্টমার জানেই না আপনি কি প্রোডাক্ট সেল করেন। অথবা কারো কাছে আপনার পোষ্টটা গেলেও তার ঐ প্রোডাক্ট প্রয়োজন নেই। তাই আপনার পেইজে কোন বিক্রি নেই।
আপনি যদি ফেসবুক মার্কেটিং করান আপনার প্রোডাক্ট টার্গেটেড অডিয়েন্সের কাছে যাবে ও সেখান থেকে যাদের ভালো লাগবে অর্ডার করবে। এখন প্রশ্ন হচ্ছে টার্গেটেড অডিয়েন্স কারা? ধরুন আপনি আপনার পেইজে মোবইল বিক্রি করছেন ও আপনার লোকেশন ঢাকার মধ্যে । এখন আপনি ফেসবুকে মার্কেটিং করার সময় সেট করে দিলেন আপনার বিজ্ঞাপর তাদের কাছে যাবে যারা শুধু মোবাইল পছন্দ করেন বা মোবাইলে রিভিও দেখে ফেসবুকে ও ঢাকার মধ্যে বসবাস করে। এরাই হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্স। ফেসবুক মার্কেটিং করার সময় যত সুনিদিষ্ট ভাবে অডিয়েন্স টার্গেট করবেন তত বেশি আপনার পেইজে বিক্রি হবে।
SoftwareX IT দিচ্ছে আপনাকে ফেসবুক মার্কেটিংয়ে সঠিক অডিয়েন্সের কাছে আপনার বিজ্ঞাপন পৌঁছানোর নিশ্চয়তা।